এডুকেশন টাইমস ডেস্ক:
উদ্বোধনের ছয় মাস না পেরিয়ে যেতেই ছাদ ফেটে অঝোরে পানি চুইয়ে পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। এ বছরের ২২ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মন্দিরের উদ্বোধন করেন।
রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানান, কেন নবনির্মিত মন্দিরটির ছাদ ফেটে গেছে এবং সেটি সমাধানের দিকে অবিলম্বে মনোযোগ দেয়া উচিত সবাইকে।
জানা যায়, মন্দিরটি তৈরিতে কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি। শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি। এটি তৈরিতে ভারতের খ্যাতনামা সব বিজ্ঞানীরা কাজ করেছেন। এছাড়া সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোরও।
তবে, বর্ষার শুরুতেই বেহাল অবস্থা মন্দিরটির। ছাদ ফেটে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে ইতোমধ্যেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ইএইচ/
মন্তব্য করুন