জাবি প্রতিনিধি:
সম্প্রতি ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে এক গণমাধ্যমকর্মীকে ছিনতাইয়ের ঘটনায় জব্দ করা গাড়িটি (প্রাইভেট কার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোনো শিক্ষকের নয় বলে জানিয়েছেন ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৬ জুন ঈদের আগেরদিন বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন সময় টিভির সম্প্রচার প্রকৌশলী আবিদুর রহমান। আশুলিয়ার চন্দ্রা এলাকা থেকে তিনি একটি প্রাইভেট কারে (নম্বর: ঢাকা মেট্রো-গ, ২৯৭২১১) ওঠেন। ঐ প্রাইভেট কারে চালকসহ আগে থেকেই চারজন ছিলো। কিছুদূর যাওয়ার পর আবিদের হাত চোখ বেঁধে শুরু হয়নি নির্মম অত্যাচার। এক পর্যায়ে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় মুক্তিপণ হিসেবে।
এরপর আবিদুর রহমানের পরিবারের সাথে যোগাযোগ করে এক লক্ষ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে পেয়ে তাকে একটা জায়গায় ফেলে সকলেই পালিয়ে যায়। ঐ রাতেই ধামরাই থানা পুলিশ আবিদকে উদ্ধার করে এবং থানায় একটি মামলা হয়। ঘটনার চার দিন পর ওই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে ছিনতাইয়ের ঘটনায় জব্দ করা গাড়িটিকে (প্রাইভেট কার) পুলিশের বরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষকের দাবি করে একটি গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। তবে প্রতিবেদনে ওই শিক্ষকের পরিচয় উল্লেখ করা হয়নি।
তবে খোঁজ নিয়ে জানা যায়, গাড়ির প্রকৃত মালিক অনামিকা মজুমদার। তিনি সাভারের নিরিবিলি স্বপ্ননিবাস নবীনগর এলাকার বাসিন্দা। ফলে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে ঢালাওভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করায় ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সার্বিক বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে পুলিশের বরাতে উল্লেখ করা হয়, গাড়িটি জাবি শিক্ষকের। তবে পুলিশের পক্ষ থেকে এমন কথা বলা হয়নি। সুষ্ঠু তদন্ত ছাড়া আমরা কখনোই বলতে পারিনা। পরবর্তীতে যখন আমরা গণমাধ্যমে প্রচারকৃত ভিডিওটি দেখলাম তখন গণমাধ্যমকে ভিডিওটি সরিয়ে নিতে বলা হয়। তারা ভিডিওটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়।’
ইএইচ/
মন্তব্য করুন