রাজিব রায়হান, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম সিনেট অধিবেশনের পূর্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ তবে এই কর্মসূচিকে ‘লোক-দেখানো’ আখ্যা দিয়ে বয়কট করেছেন বিএনপিপন্থী সিনেট সদস্যরা।
শনিবার (২৯ জুন) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ অধিবেশন শুরু হয়। এর আগে, বিকাল সাড়ে তিনটায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি বর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘গাছ লাগানো ও গাছ কাটা দু’টিই সুচিন্তিত হওয়া উচিত৷ ছাত্র-শিক্ষক সবার চাওয়া ছিল মাস্টারপ্ল্যান। মাস্টারপ্ল্যান ছাড়াই এখানে গাছ লাগানো হয়েছে৷ এগুলো যে আগামীতে কাটা হবে না- তার নিশ্চয়তা কি উপাচার্য দিতে পারবেন? এই গাছ লাগানোর কর্মসূচি প্রহসনমূলক৷ গাছ লাগানোর আগে সুচিন্তিতভাবে গাছ লাগাতে হবে ও তার দেখভাল করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে শুরু থেকে সকল অনিয়মের জন্য সিনেটে তদন্ত কমিটি গঠনের দাবি উত্থাপন করবো৷’
সিনেট সদস্য ও দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে নির্বিচারে গাছ কেটে এভাবে লোক-দেখানো বৃক্ষরোপণ প্রশাসনের স্ববিরোধিতা৷ এই কর্মসূচি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি৷ একজন নিম্নপদস্থ কর্মকর্তার মাধ্যমে আমাদের জানানো হয়েছে৷ আমরা মনে করি, এটা আমাদের সাথে তামাশা করা হয়েছে। আমাদের অংশগ্রহণকে অনুৎসাহিত করারই একটা প্রক্রিয়া৷ তাই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বর্জন করেছি।’
এসআই/
মন্তব্য করুন