শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন। ৪র্থ সমাবর্তন আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে শাবিপ্রবির প্রতিনিধি দলকে জানিয়েছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টায় বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় এই সময় নির্ধারন করেন রাষ্ট্রপতি।
সাক্ষাতকালে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও গবেষণার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
সমাবর্তন এর সময় নির্ধারনের পর শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে শিক্ষার্থীরা সফলভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। আমরা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক এবং পেশাগতভাবে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা, সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে চতুর্থ সমাবর্তন । সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ই-সাইন সার্টিফিকেট পাবে ।
আরএন/
মন্তব্য করুন