এডুকেশন টাইমস ডেস্ক: চলমান ‘কোটা সংস্কার আন্দোলন’র কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ক্লা-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচ শিক্ষার্থীরা।
আগামী রবিবার (৭ জুলাই) থেকে ১৬তম ব্যাচের কোনো শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানিয়েছে।
এক ঘোষণায় শিক্ষার্থীরা জানায়, ১৬তম ব্যাচের পক্ষ থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করা হলো। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত গণতান্ত্রিক কেন্দ্রিকতায় আস্থা রেখে আমরা রাষ্ট্র মেরামতের আন্দোলনে আছি।
এসআই/
মন্তব্য করুন