যবিপ্রবি প্রতিনিধি: সারাদেশে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে মশাল মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে এই মিছিল শুরু করে তারা। পরে প্রধান ফটকের সম্মুখে যশোর-চৌগাছা সড়কের পাশে মশাল নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
মশাল মিছিলে, শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণ এবং ক্যাম্পাসের প্রধান ফটক বিভিন্ন স্লোগানের মুখরিত করে তোলে এবং স্লোগানের মাধ্যমে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার (৫ জুলাই) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এবং প্রধান ফটকে অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। উক্ত কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা সর্বাথক ভাবে যোগদান করেন।
এছাড়া আগামীকাল ৬ জুলাই সকাল ৯টা থেকে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
এক বিবৃতিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আগামীকাল বিক্ষোভ মিছিল শুরু হবে এবং দুপুর ১২টা থেকে যশোর পালবাড়ি ভাস্কার্য মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এসআই/
মন্তব্য করুন