ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজা সংঘাতে ইসরাইলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লংঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।
এরদোগান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ইসরাইলের নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত।
ওয়াশিংটনে ন্যাটোর সম্মেলনে অংশ নিয়ে একটি সাপ্তাহিক গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এরদোগান বলেন, এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক আইন লংঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে? এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না।
শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা।
এছাড়া ইসরাইলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরাইলের শাস্তির দাবি জানিয়েছে।
এসময় তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা, হাসপাতাল ও ত্রাণ সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন।
আরএন/
মন্তব্য করুন