মাভাবিপ্রবি প্রতিনিধি :
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়সমূহ প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শনিবার (১৩ জুলাই ২০২৪) বেলা ১২ টা দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এ লাগাতার সর্বাত্মক কর্ম বিরতির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা দাবী মেনে না নেয়া হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ ব্যপারে শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম সাইফুল্লাহ বলেন, শিক্ষকদের দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুসারে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাবে। আমরা দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্ত্রিপক্ষ বিষয়টি আশু সুরাহা করে আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হতে ব্যবস্থা নিবেন।
এএকে /
মন্তব্য করুন