যবিপ্রবি প্রতিনিধি:
চলমান কোটা আন্দোলনের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী যোগ দেন।
এসময় যবিপ্রবি শিক্ষার্থীদের সাথে মিছিলে যোগ দেয় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীরা।
মিছিলে তারা “আমার ভাই আহত কেনো, প্রশাসন জবাব চাই, কুমিল্লায় হামলা কেনো, প্রশাসন জবাব চাই, চবি তে হামলা কেনো, প্রশাসন জবাব চাই” বলে স্লোগান দিতে থাকেন
শিক্ষার্থীদের মিছিল শহরের জিরো পয়েন্ট মোড় থেকে শুরু হয়ে প্যারিস রোডে অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয় এবং সেখানে শিক্ষার্থীরা কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দিতে থাকেন।
আরএন/
মন্তব্য করুন