জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা চাইলে আবাসিক হলে থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হলের সব সুযোগ–সুবিধা চালু থাকবে। শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার সঙ্গে ছাত্রীদেরও বিকেল ৪টার মধ্যে আবাসিক হল থেকে চলে যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ছাত্রীদের প্রতিবাদের মুখে দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রভোস্ট দীপিকা রানী আবাসিক হল খোলা রাখার কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হলো এবং তাঁদের হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেওয়া হলো।
আরএন/
মন্তব্য করুন