কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) ব্যবসা শিক্ষা অনুষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আবদুল মঈন, বাংলা বিভাগের প্রভাষক গোলাম মাহমুদ পাভেল, কুমিল্লাস্থ বরিশাল ডিভিশনাল কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং মো. জসিম উদ্দিন।
আলোচনা সভায় বাংলা বিভাগের প্রভাষক গোলাম মাহমুদ পাভেল বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদেরকে সকল কিছুর উর্ধে বিশ্ব মানব হিসেবে গড়ে তুলতে শেখায়। এই সংগঠন আমার কাছে পরিবারের মত। নতুন কমিটিতে যারা আসবে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন।
উপাচার্য প্রফেসর ড. এএফএম আবদুল মঈন বলেন, সংগঠনগুলো ব্যক্তির আগ্রহের চাইতে সংগঠনের আগ্রহ বড় করে দেখতে শেখায়। এই সংগঠন নির্দিষ্ট একটি গোষ্ঠীর না হয়ে মানবতাবোধ নিয়ে এগিয়ে যাক সামগ্রিক কল্যাণে। কারণ ব্যক্তি থেকে সংগঠন বড়, সংগঠন থেকে বিশ্ববিদ্যালয় বড়, বিশ্ববিদ্যালয় থেকে দেশ বড়।
আলোচনা সভা শেষে বরিশাল ডিভিশনাল কল্যাণ সমিতির কুমিল্লাস্থ সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নতুন কমিটির ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আছেন ফরহাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইমরান মিয়া।
এসআই/
মন্তব্য করুন