এডুকেশন টাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরানা পল্টনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। আটকৃত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ এবং আরবি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি। বাকি দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেসক্লাব থেকে মিছিল শুরু করার কথা ভাবছিলাম। কিন্তু পুলিশের বাধায় সম্ভব তা হচ্ছিল না। পরবর্তীতে স্থান পরিবর্তন করে পল্টনে আসি। কিন্তু মিছিল শুরু করার ৫ মিনিটের মধ্যে পুলিশ আমাদের বাধা দেয় এবং দুইজনকে আটক করে নিয়ে যায়। আমাদের হাতে লাঠি কিংবা এ জাতীয় কিছুই ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করছিলাম।
এসআই/
মন্তব্য করুন