যবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচি পালনের সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সোমবার (২৯ জুলাই) যশোরের রাজ্জাক কলেজ ও পালবাড়ি এলাকা থেকে যবিপ্রবির চার জনসহ মোট পাঁচ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
জানা যায় তারা সারা দেশে চলমান বিক্ষোভ কর্মসূচির সাথে মিল রেখে যশোরের ছাত্রসমাজের ডাকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।
পুলিশ তাদেরকে পথিমধ্যে আটক করে থানায় নিয়ে গেলে শিক্ষার্থীদের মুক্ত করতে থানায় যান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হাফিজ উদ্দিন ও ছাত্র পরামর্শ দপ্তরের প্রধান ড. অভিনু কিবরিয়া ইসলাম। পরবর্তীতে পুলিশ ঐ ছাত্রদেরককে শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে ৬ সমন্বয়ক চলমান কোটা বিরোধী আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহারের যে ঘোষণা দেয় তাকে প্রত্যাখ্যান করে যবিপ্রবি শিক্ষার্থীরা। তারা বলেন বন্দুকের নলের মুখে আদায় করা নির্দেশনা তারা মানবেন না এবং ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তার অংশ হিসেবে আজ বিকাল ৩ টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যশোর জেলার সমন্বয়ক পরিষদ। তবে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল ধর্মতলা থেকে শুরু করলেও বেশি দুর যেতে না পেরে কারবালা মসজিদের সামনে এসে বিক্ষোভ সমাপ্ত করে শিক্ষার্থীরা।
এসআই/
মন্তব্য করুন