জাবি প্রতিনিধি: রমজানকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি পাঠাগার (জাবিইপা) আয়োজন করতে যাচ্ছে চতুর্থবারের মতো কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা।
শনিবার (১৬ মার্চ) পাঠাগার সূত্রে এ তথ্য জানা গেছে। এই প্রতিযোগিতা জাবি শিক্ষার্থীদের সব ব্যাচের জন্য উন্মুক্ত থাকবে।
প্রতিযোগিতার সিলেবাস হিসেবে থাকছে কুরআনের ৩০তম পারার সব সুরাসহ সুরা আল-ফাতিহা, সুরা আন-নূর ও সুরা হুজুরাত।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ সাত হাজার টাকা ও বই, দ্বিতীয় পুরস্কার নগদ ছয় হাজার টাকা ও বই, তৃতীয় পুরস্কার নগদ পাচ হাজার টাকা ও বই, চতুর্থ পুরস্কার নগদ চার হাজার টাকা ও বই, পঞ্চম পুরস্কার নগদ তিন হাজার টাকা ও বই এবং ষষ্ঠ থেকে দশম পুরস্কার নগদ দুই হাজার টাকা ও বই।
এছাড়াও ১১-২০তম পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকছে ৫০০ টাকা সমমূল্যের বই এবং অংশগ্রহণকারী সবার জন্য থাকবে শুভেচ্ছা উপহার।
প্রতিযোগিতার পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অনলাইন মাধ্যমে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) হবে গুগল ফরমে।
দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে সরাসরি। পরীক্ষার প্রথম ধাপে ৩০ মিনিটে ৫০ মার্কের মোট প্রশ্ন থাকবে ৫০টি। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর করে।
পরীক্ষার দ্বিতীয় ধাপে থাকবে ৫০ মিনিটে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) ও প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে এবং ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর করে।
প্রথম ধাপের পরীক্ষার অনুষ্ঠিত হবে ২৮ রমজান সকাল ৯টা থেকে সাড়ে ৯ টা। প্রথম ধাপে উত্তীর্ণ ৬০ জন দ্বিতীয় ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ঈদের পর সরাসরি। এ ক্ষেত্রে তারিখ ও সময় ‘জাবিইপা’র ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৭ রমজান পর্যন্ত। কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না।
এসআই/
মন্তব্য করুন