এডুকেশন টাইমস ডেস্ক: শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা প্রস্তুত করা হয়েছে। এখনও বাকি তালিকা পূর্ণাঙ্গ হয়নি।
মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা কত হবে সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বললেনি তিনি। সংখ্যাটি ১০ থেকে ১৫ জনের মধ্যে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
এসআই/
মন্তব্য করুন