এডুকেশন টাইমস
১৪ আগস্ট ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চবিতে মারধর ও টাকা আদায়ের অভিযোগে ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে জিডি

চবি প্রতিনিধি : মারধরের পর শিক্ষার্থী থেকে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। একই অভিযোগে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে জিডি করা হয়। ভুক্তভোগী হলেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদ হাসান।

বুধবার (১৪ আগস্ট) ভুক্তভোগী চবি শিক্ষার্থী মোহাম্মদ জাহিদ হাসান নিজে বাদী হয়ে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় জিডি করেন।

অভিযুক্তরা শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে জানা গেছে। তারা হলেন ফারসি বিভাগের ২০১৭-১৮ সেশনের অনিক দাশ, একই সেশনের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন রুবেল, শিক্ষা ও গবেষণা বিভাগের জাহেদ এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আকিব জাবেদ ও একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অপু আহমেদ অনিক।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গেল বছরের ০৩ জুন সকালে ব্যায়াম করতে বের হলে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী মোড় থেকে ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসানকে ছাত্রলীগের নেতারা জোরকরে শাহজালাল হলে তুলে নিয়ে যায়। তাকে হলের গেস্ট রুমে আটকে রেখে রাজনৈতিক অপবাদ দিয়ে জেরা করে তারা। গায়ে সুন্নাতি লেবাস আর মুখের দাড়ি দেখে তাকে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সদস্য অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন শুরু করে ছাত্রলীগের নেতারা।

এসময় তার সঙ্গে থাকা মোবাইলফোন চেক করে ছাত্র শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা না পেলে তার ওপর আরও চড়াও হয় নেতারা। শিবিরের সদস্য বলে স্বীকারোক্তি দেওয়ানোর জন্য বেধড়ক মারধর করে। ছাত্রলীগ নেতাদের এলোপাতাড়ি কিল, লাথি-ঘুষিতে বেশ জখম হয় ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান।

একপর্যায়ে ছাত্রলীগের নেতারা ককটেলসহ বিভিন্ন নাশকতামূলক দ্রব্যাদিসহ তাকে পুলিশের হাতে ধরিয়ে দিবে বলে হুমকি দিতে থাকে। এসময় তার কাছে থেকে মামলার ১ নং আসামি অনিক দাশ ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তাকে পুলিশে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে নেতারা। টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় তার ওপর অকথ্য নির্যাতন।পরে ভুক্তভোগী শিক্ষার্থীর রুমমেট গালিব আল-শাহরিয়ার তার পরিবারের সাথে যোগাযোগ করে। জাহিদ হাসানের বড় ভাই রাকিব ছাত্রলীগের নেতাদেরকে ২৫ হাজার টাকার বিনিময়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য বলে।

ঐদিন সন্ধ্যায় বড় ভাইয়ের দেওয়া ২৫ হাজার টাকা মামলার ৩নং অভিযুক্ত ও ছাত্রলীগ নেতা আকিব জাবেদের কাছে পৌঁছে দেয় জাহিদ হাসান। এই ঘটনার জানাজানি হলে বা মামলা দায়ের করলে জাহিদকে মেরে লাশ গুম করার হুমকি দিতে থাকে ছাত্রলীগের নেতারা।

এবিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমি জিডি করেছি তাদের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নিলে তৎকালীন পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতার সম্ভাবনা ছিল। তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই প্রাণভয়ে আমি ঘটনা জানাজানি করিনি।

নিজের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, খুনি হাসিনা সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মূলত পেশাদার সন্ত্রাস। আগামীতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। তবে পুলিশ প্রশাসন থেকে আমি এনিয়ে সর্বোচ্চ আশ্বাস পেয়েছি। আমি তাদের বিচার চাই।

জানতে চাইলে হাটহাজারী থানার ওসি এসআই মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান একটি সাধারণ ডায়েরি করেছে। তাকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। আমরা তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কাজ করে যাবো। তাছাড়া এই বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১০

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১১

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১২

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৩

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৪

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৫

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৬

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৭

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

১৮

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

২০