এডুকেশন টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক। নব-নিযুক্ত এই উপাচার্যের কাছে বেশ কিছু প্রত্যাশা তুলে ধরেছেন এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।
আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
ফেইসবুক পোস্টে ড. কামরুল হাসান মামুন লেখেন, ‘যতটুকু বুঝলাম এইমাত্র নিয়োগ পাওয়া ভিসিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই চিনে না। ভিসিকে বেশি না চেনাই ভালো। এখন আমাকে চিনস তত্ত্ব ব্যবহার না করে নীরবে, নিবৃত্তে থেকে কাজ করে গেলেই ভালো।’
তিনি আরো লেখেন, ‘আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হোম পেজে উনি থাকবেন না। আশা করি ‘বিশ্ববিদ্যালয় বার্তা’ পত্রিকা জুড়ে ভিসির ছবি থাকবে না। এর বদলে ছাত্র-শিক্ষকদের গবেষণা ও ছাত্রদের নানা কর্মকান্ডের সংবাদ থাকবে। ছাত্র শিক্ষকরা কোন ভালো গবেষণা ভালো কোন জার্নালে প্রকাশিত হলে সেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাইনামিক আকারে প্রচার করবে। অযথা ফিতা কাটাকাটি, উদ্বোধন ইত্যাদি অপ্রয়োজনীয় কাজ না করে বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের উন্নয়নে কাজ করবেন।’
আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভিসিময় না করে ছাত্র ও শিক্ষকময় করবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এসআই/
মন্তব্য করুন