এডুকেশন টাইমস
২৩ মার্চ ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাবিতে স্বাধীনতা দিবসের বিশেষ খাবারে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে বৈষম্য

রাবি প্রতিনিধি: স্বাধীনতা দিবসে ৩০ টাকায় বিশেষ খাবার পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. একরামুল ইসলাম জানান, ‘অন্যান্য বছরগুলোর মতো এবারও স্বাধীনতা দিবসে হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে।’

শিক্ষার্থীরা হল থেকে আইডি কার্ডের মাধ্যমে ৩০ টাকায় টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবেন। খাবার হিসেবে দেওয়া হবে রোস্ট, পোলাও, ডিম, মুগের ডাল, দুটো খেজুর ও ড্রিংকস।

স্বাধীনতা দিবসে সাধারণত দুপুরের খাবার দেওয়ার রেওয়াজ আছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে; এবার রমজানের কারণে গত বছরের ন্যায় সন্ধ্যায় খাবার দেওয়া হবে।

এদিকে স্বাধীনতা দিবসের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হলে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি।

তাই আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিকদের জন্যও বিশেষ খাবার ব্যবস্থার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। বুধবার (২০ মার্চ) সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান তারা।

যৌথ বিবৃতিতে তারা বলেন, হল প্রশাসন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্যে বিশেষ খাবারের ব্যবস্থা করে থাকে। এমন বৈষম্যমূলক আচরণে প্রশ্ন ওঠে তাহলে স্বাধীনতা দিবস কি শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য? অন্যদিকে অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতা না পাওয়াটা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই ব্যর্থতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথভাবে বিবৃতি দেন রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাঈম, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক সমু চাকমা এবং ছাত্র গণমঞ্চের সমন্বয়ক নাসিম সরকার।

এ প্রসঙ্গে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. একরামুল ইসলাম বলেন, ‘এখানে খাবারের চেয়ে বড় বিষয়টি হলো হলের শিক্ষার্থীরা, যারা একসাথে থাকছে তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হল সমাপনীতে কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন হল তৈরি হচ্ছে; আবাসন সংকট কেটে গেলে এই দাবিগুলো আর থাকবে না।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১০

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১১

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১২

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৩

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৪

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৫

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৬

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৭

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

১৮

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

২০