রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলটি পরিদর্শনে যান তিনি।
এসময় তিনি হলের রিডিং রুম, ডাইনিং, নিউজরুম, গেমস রুম পরিদর্শন করেন। হলের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তাদের নানান দাবি জানান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ছাত্রদের যে ফ্যাসিলিটিস আছে যেমন রিডিংরুম, ডাইনিং সেগুলো কিভাবে আরেকটু উন্নত করা যায় আমরা সেটা নিয়ে কাজ করবো। এ হলে দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতার নজির আছে। এসমস্ত জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। হলে যে খারাপ প্যাকটিস ছিল তার নমুনা আমি দেখলাম। পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে বড় বড় রুম দখল এগুলো একেবারে বন্ধ হয়ে যাবে।
তিনি আরো বলেন, আমি আশা করবো আর কখনো এ ধরনের ঘটনা ঘটবে না। প্রভোস্ট, হাউস টিউটর এবং হলের সাথে যারা সংযুক্ত আছে। হলের যে ক্ষতিটা হয়েছে তা আমরা খুব শীঘ্রই ঠিকঠাক করার চিন্তা-ভাবনা করছি। সবকিছু মিলিয়ে আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।
এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বঙ্গবন্ধু হলের প্রভোস্টসহ হলের কর্মচারীরা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসআই/
মন্তব্য করুন