চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত উপাচার্য না থাকায় দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ ও স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে দেখা গেছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালেদ বলেন, ‘ ফ্যাসিবাদের দোসররা পালিয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এখনও ভিসি নিয়োগ দেয়া হয় নাই। আমরা ক্যাম্পাসে অনিরাপদ ফিল করছি। তাই দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবি জানাই। ‘
মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘ আমরা দেখেছি যেসব বিশ্ববিদ্যালয় থেকে ভিসি পদত্যাগ করেছিল, সেসব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম চালু রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রশাসনিক সব কার্যক্রম চলছে। কিন্তু দুঃখের বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও ভিসি নিয়োগ দেয়া হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে আমরা হতাশা ছাড়া কিছু দেখতে পাই না। ‘
উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন।
এসএস/
মন্তব্য করুন