জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি উৎসব পালিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা এ উৎসব পালন করেছেন।
দিনটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) আবিরের রঙে রঙিন হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী-শিক্ষকরা।
এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির থেকে র্যালি, রঙ খেলা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। বেল ১১টায় মন্দির প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে একে-অপরে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস।
এসআই/
মন্তব্য করুন