শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর সাথে শাবিপ্রবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক সিরাজুল ইসলাম আবির প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অবস্থান পরিষ্কার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর নব নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের উভয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যায় ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষকদের সাথে “সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলাদাভাবে আলোচনায় বসার কথা থাকলেও তৎক্ষণাৎ শিক্ষকদের অনুরোধ ও উনাদের সময়স্বল্পতা ও ব্যস্ততার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়কবৃন্দ এবং আরো বেশকিছু সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট আলোচনায় বসে।
মতবিনিময় সভার এক পর্যায়ে নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদ্বয়কে সমন্বয়কবৃন্দ কর্তৃক শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণ সম্পর্কে অবগত না থাকায় এবং ঘটনার আকস্মিকতায় “সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখানো সম্ভব হয়ে উঠেনি। এই শপথ সম্পর্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট কোনোভাবেই অবগত নয়। এই ঘটনার সাথে জোটের কোনরূপ সম্পৃক্ততা নেই। অবমাননাকর এই ঘটনাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট সমর্থন করে না।
একেক /
মন্তব্য করুন