বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর বগুড়া জেলা সমিতি ২০২৪-২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ আর রাফি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী উসামা ইবান ওহী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের গ্যালারিতে বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুব প্রতীক সিদ্দিকী এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোকসানা পারভীন। কোষাধ্যক্ষ পদে রয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল হক। যুগ্ম সম্পাদক হিসেবে আছেন এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মাহফুজা ফারিহা প্রমি, বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. তৌফিক হাসান এবং এন্টোমলজি বিভাগের শিক্ষার্থী নূর সায়াদ হোসেন।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ভেটেরিনারি অনুষদের ৫ম বর্ষের শিক্ষার্থী সোয়েব মীম, ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. রিজোয়ানুর ইসলাম, প্রোডাকশন ইকোনমিকস বিভাগের শিক্ষার্থী আফরা ইয়াসমিন লুবা। প্রচার সম্পাদক কৃষি রসায়ন বিভাগের শিক্ষার্থী মৌরি তানিয়া জয়া, ক্রীড়া সম্পাদক মো. সাকিব আল হাসান, দপ্তর সম্পাদক ফুড সেফটি বিভাগের শিক্ষার্থী ফাতেমা বিনতে লতিফ, সাংস্কৃতিক সম্পাদক কৃষি অনুষদের শিক্ষার্থী ভাস্বমতি মন্ডল এবং সমাজকল্যাণ সম্পাদক মো. লাফসান তালুকদার রামিন।
এছাড়াও সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম মুর্তজা, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক এ. এস. এম. গোলাম হাফিজ, ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা শাখা) কৃষিবিদ ফারুক আহম্মদ, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান শাওন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার।
হল প্রতিনিধির পদে রয়েছেন ফজলুল হক হলের মো. মশিউজ্জামান আসিফ, তাপসী রাবেয়া হলের সিফাত আক্তার নিশাত, বঙ্গবন্ধু শেখ মুজিবর হলের আশিক কুমার পাল, হোসেন শহীদসোহরাওয়ার্দী হলের মো নাফি উজ জামান, আশরাফুল হক হলের নাজমুস সাদাত, ঈশা খা হলের আবু ফয়সাল সৈকত, শাহজালাল হক হলের মো রেজওয়ানুল হক শান্ত, শহীদ শামসুল হক হলের রিভু কুমার সাহা, শহীদ নাজমুল আহসান হলের সৌরভ কুমার কুন্ডু,শেহীদ জামাল হোসেন হলের ইরফান সাদিক পিয়াল, সুলতানা রাজিয়া হলের মাহমুদা আক্তার মীম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তামিম তমা এবং বেগম রোকেয়া হলের আফসানা মিমি।
এএকে /
মন্তব্য করুন