জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের (University of Saskatchewan) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অফিসে এ সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) ড. বলজিৎ সিঙ (Baljit Singh) এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিশেষত বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন।
জাবি উপাচার্য এ আগ্রহের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা-গবেষণার সুযোগ ও সম্ভাবনার বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের কলেজ অব এগ্রিকালচার এন্ড বায়োরিসোর্সেস’র ডিন অধ্যাপক ড. এ্যাঞ্জেলা বেদা হাউন (Angela Bedard-Haughn), গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি কানাডার আন্তর্জাতিক প্রোগ্রাম ডেভলপমেন্ট ম্যানেজার হাসান আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার মো. আবু হাসান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রতিনিধি দলটি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করে।
এসআই/
মন্তব্য করুন