এডুকেশন টাইমস
৬ মার্চ ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবি সায়েন্স ক্লাবের ক্যারিয়ার প্লানিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে নবীন শিক্ষার্থীদের (৫২ ব্যাচের) বরণ এবং তাদের ক্যারিয়ার প্লানিং সম্পর্কে ধারনা দেয়া হযয়েছে। প্রোগ্রামটির শিরোনাম ছিল ‘ক্যারিয়ার প্লানিং ও ওরিয়েন্টেশন-২০২৪’।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর আড়াইটার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাড়ে তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইন্স ক্লাবের হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) তুষার আহমেদ ইমন এবং আইরিন নাহার আঁচল।

নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং সম্পর্কে ধারনা দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার এবং লিডারশিপ ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং টিমের সহকারী ব্যবস্থাপক শিহাবুস সিদ্দিকীন ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞানের উপর নির্ভরশীল। ইনভারনমেন্টাল অলিম্পিয়াড এবং আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা ৫২তম আবর্তনের বন্ধুরা একসাথে হতে পেরেছি। সায়েন্স ক্লাবের সাথে বিজ্ঞান চর্চায় আমাদের ৫২ব্যাচের পথচলা সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় ক্লাবের সভাপতি তারেক মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংগঠন হিসেবে কাজ করছে। শুধু তাই না দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ক্লাব হিসেবে আমরা বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক নানা সভা-সেমিনার আয়োজনসহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করার প্রতি আহবান জানান।

এ সময় জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশেষ অতিথি অধ্যাপক আলমগীর কবীর বলেন, তোমরা একটা বিশেষ ব্যাচ । এর সাথে আমাদের ইতিহাসের ভাষা আন্দোলন এর সাথে সম্পর্ক আছে। তোমাদের জীবনের লক্ষ্য স্থির রাখতে হবে এবং আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে। তাহলেই নিজের পরিকল্পনা বাস্তবায়িত হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মো. আল মামুন, সাবেক সভাপতি তারেক আজিজ শ্রাবণ, সাবেক সভাপতি শাকিল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

এছাড়াও ক্যারিয়ার প্লানিং ওয়ার্কশপ, ইনভায়রনমেন্টাল অলিম্পিয়াড, সাইন্টিফিক শ্যাডো শো, স্টেজ কুইজ শো এর আয়োজন করা হয়। শেষে রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’র মাধ্যমে ক্লাবটি বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া, আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে।

 

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুটেক্সের হলে ছাত্রলীগ, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা

সোমবার ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ

মেঘনা গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮ জন ঢামেকে

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

জাবিতে প্রাণরসায়ন ছাত্র সংসদের ভিপি বনি আমিন, জিএস ইমন

শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পুরান ঢাকা

ববি শিক্ষার্থী রবিনের ‘ষোল আনা’

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

১০

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

১১

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

১২

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

১৩

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

১৪

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

১৫

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

১৬

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

১৭

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১৯

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

২০