এডুকেশন টাইমস
২৭ অক্টোবর ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাল্টা চাষে রাবি শিক্ষার্থীর বাজিমাত; ফলনের দ্বিতীয় বছরেই ১০লাখ টাকা বিক্রির সম্ভাবনা

রাবি প্রতিনিধি: খুব ছোট থেকেই স্বপ্ন দেখতাম পড়াশোনার পাশাপাশি ছাত্র জীবনেই একজন সফল উদ্যোক্তা হবো। কিন্তু শুরুটা কি দিয়ে করা যায় এ নিয়ে ভাবতে ভাবতে দিনরাত পরিশ্রম করতে হয়েছে আমাকে। হঠাৎ একদিন এক শিক্ষকের বাসার ছাদে মাল্টা চাষ দেখে আমি অনুপ্রাণিত হই। করোনার মধ্যে ৯৬০টি মাল্টা গাছ রোপণের মাধ্যমে শুরু করি মাল্টা চাষ। ফলনের প্রথম বছরে সফলতা ধরা না দিলেও চলতি মৌসুমে দশ লাখ টাকা মাল্টা বিক্রি হবে বলে আশা করছি। এ প্রজেক্টে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং সুযোগ-সুবিধা পেলে মাইলফলক সৃষ্টি করতে পারবো। এভাবেই নিজের উদ্যোক্তা হয়ে উঠার পিছনের গল্পগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তরুণ উদ্দ্যোক্তা মো. ফারাদুজ্জামান ফাহিম।

ফাহিম নীলফামারী জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মোজাম্মেল হক ও মোছা. ফরিদা বেগম দম্পতি পাঁচ সন্তানের মধ্যে তৃতীয়। গ্রামের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে। এখন সে বিএসএস (অনার্স) দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত।

ফাহিমের সাথে কথা বলে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে ৩.১৫ একর জমিতে ৯২০টি মাল্টা ও ৪০টি কমলার চারা রোপণ করেন ফাহিম। রোপণের দ্বিতীয় বছর আশানুরূপ ফলন না পেলেও হতাশ হননি তিনি। ২ লক্ষ ২০ হাজার টাকার মাল্টা বিক্রি করেন ফলনের প্রথম বছরে। তবে চলতি বছরে আবহাওয়া অনুকূলে এবং ভালো ফলন হওয়ায় ১০ লক্ষ টাকার মাল্টা বিক্রির সম্ভাবনার কথা জানান এ তরুণ উদ্যোক্তা। চলতি বছরে ইতোমধ্যে ৩ লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন ফাহিম। এ মাল্টা সহজলভ্য হাওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানান এ উদ্যোক্তা।

ফারাদুজজান ফাহিম নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন গ্রামীণ মানুষের কর্মসংস্থান। তার মাল্টা বাগানে চারজন শ্রমিক প্রতিনিয়ত বাগান দেখাশোনা ও পরিচর্যার কাজে কর্মরত রয়েছেন। এছাড়াও মৎস্য খামার এবং মাঠ ফসলের বিভিন্ন প্রজেক্টে ১০ জনের অধিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তবে সরকারি বিভিন্ন প্রণোদনা এবং সুযোগ-সুবিধা পেলে কৃষিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন এ তরুণ উদ্যোক্তা।

এ বিষয়ে জানতে চাইলে ফাহিম বলেন, ২০২১ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত অবস্থায় এক শিক্ষকের ছাদ বাগানে মাল্টা চাষ দেখে আমি অনুপ্রাণিত হই, পরে সশরীরে বিভিন্ন বাগান পরিদর্শন করি এবং স্থানীয় ডোমার উপজেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করি। তৎকালীন উপজেলা কৃষি অফিসার মো. আনিসুজ্জামান স্যারের পরামর্শক্রমে বাগান স্থাপন করি।

তিনি আরও বলেন, রোপণের দ্বিতীয় বছরে বাগানে সেভাবে ফলন ধরেনি তবুও হতাশ হইনি। এ বছর ইতোমধ্যে প্রায় তিন লক্ষ টাকা মাল্টা বিক্রি করেছি এবং আরও ৬-৭ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবো বলে ধারণা করছি।

ফাহিমের বাগান ঘুরতে এসে অভিভূত হন তার স্কুল শিক্ষক মো. দুলাল উদ্দিন। এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন, ফাহিমের মাল্টা বাগানে গিয়ে আমি সত্যি অভিভূত হয়েছি। ৯ বিঘা জমির উপর অসাধারণ এক মাল্টা বাগান করেছে ফাহিম। মাল্টা গাছগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। ফাহিম পরিশ্রমী একটা ছেলে। ছাত্রজীবনে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সে বাগান করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে বাংলাদেশের বেকারত্ব কমিয়ে নিয়ে আসছে যা আসলেই প্রশংসার দাবিদার। সবাই যদি ফাহিমের মতো এমন আগ্রহী হয়ে উঠে তাহলে বাংলাদেশে বেকারত্বের হার অনেকটাই কমে আসবে।

এ বিষয়ে জানতে চাইলে ডোমার উপজেলার কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ফাহিম ডোমার উপজেলার একজন সফল কৃষি উদ্যোক্তা। তিনি উপজেলা কৃষি বিভাগের সহায়তায় তিন একর জমিতে মাল্টা চাষ করেছেন। তার বাগানে প্রায় ১০০০টি বারি মাল্টা-১ জাতের গাছ এবং ১৫০টির মত কমলার গাছ আছে। এ বছর প্রায় ৫ লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারাও তাকে নিয়মিত পরামর্শ প্রদান করেন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তারা প্রায়ই তার বাগান পরিদর্শন করেন। ফাহিমের মত তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বদলে যাবে বাংলাদেশের কৃষি কার্যক্রম।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

১০

ছাত্রলীগ: মিছিল ৭ মিনিটের, আটক ৫

১১

৩৭ বছর পর কমার্স কলেজে প্রকাশ্যে শিবির, আয়োজন করল নবীণবরণ

১২

এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১ শতাংশ

১৩

ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা

১৪

এবতেদায়ি মাদ্রাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব: ধর্ম বিষয়ক উপদেষ্টা

১৫

ববিতে এখনও বদলায়নি শেখ হাসিনা ও তার পরিবারের নামে হল ও লাইব্রেরি

১৬

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে

১৭

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে ৯ মাসে বন্ধ দুইশ কারখানা

১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতৃত্বে রায়হান-রাশেদুল

১৯

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না: আইজিপি

২০