কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র পক্ষ থেকে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৪ সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে জাওয়াদ উর রাকিন খান ও ইসরাত জাহান বন্যার সঞ্চালনায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার।
এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের সার্কেল এএসপি জাহিদুল ইসলামসহ সংগঠনটির শিক্ষার্থীবৃন্দরা।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘আমি এই জায়গায় শিক্ষার্থীদের সাথে আজ আড্ডা দিবো এটা ভেবে এসেছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে সেটা পারছি না। কিন্তু এটা তোলা রইলো, আমি অবশ্যই আসবো এবং শিক্ষার্থীদের সাথে আড্ডা দিবো। আর তোমাদের সাথে আমার কখনো যদি দেখা হয় তাহলে আমি না চিনলেও আমাকে মনে করিয়ে দিবা যে আমার সাথে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে দেখা হয়েছিলো।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘প্রবীনদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে তোমরা আমাদের ছেড়ে যাচ্ছো না, তোমরা শুধুই এই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে যাচ্ছো। তোমরা এই বিশ্ববিদ্যালয়ে বারবার ফিরে আসবা সে কামনা, এবং তোমরা কর্মজীবনে যথাযথ নিয়ম মেনে ও কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করবা, যেনো আমরা বলতে পারি যে এটা আমাদের শিক্ষার্থী।’
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এসআই/
মন্তব্য করুন