মেরিটাইম প্রতিনিধি :মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে, গতকাল (৭/১১/২০২৪) সারাদিন ব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ‘রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম’ ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।
‘রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম’- হচ্ছে বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্মের একটি বিশেষায়িত সেল। বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সামাজিক উন্নয়ন মূলত সংগঠন। সমাজের বিভিন্ন স্তরের মানোন্নয়ন কাজ করে চলেছে বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম।
‘রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম’ প্রায় কয়েক শতাধিক রক্তের ব্যবস্থা করে সাধারণ মানুষের সাহায্যে কাজ করে চলেছে।
গতকাল (০৭/১১/২০২৪) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ইচ্ছায় বেশ আনন্দঘন পরিবেশে রক্তদান করতে আসে। এসময়ে পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি অনেক মহিলা শিক্ষার্থীর উপস্থিতিও লক্ষ্য করা যায়। শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের সহকারী চিফ মেডিকেল অফিসার ডাক্তার সানিয়া রহমান সমগ্র অনুষ্ঠানের তদারকি করেন।
উক্ত অনুষ্ঠানে রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্মের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ইতমাম হয়দার সহ আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্মের সাধারণ সম্পাদক নাহিয়ান তাসনীম।
শিক্ষার্থীদের এ কার্যক্রম পরিদর্শন করেন মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এসময়ে বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্মের প্রতিনিধিরা তাদের নানাবিধ কার্যক্রম সম্পর্কে উপাচার্য মহোদয়কে জানান।এর আগেও নানান সময় এধরনের রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল ‘রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম’।
উক্ত কর্যক্রম সম্পর্কে বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্মের সাধারণ সম্পাদক নাহিয়ান তাসনীম জানান – ” আমাদের প্লাটফর্ম মূলত নানান ধরনের সামাজিক উন্নয়ন এবং সহোযোগিতা মূলক কাজ করে থাকে। আমাদের প্লাটফর্মের রক্তের মতন আরো কিছু বিশেষ বিশেষ সেল রয়েছে। তবে রক্তদান আমাদের প্লাটফর্মের সবচেয়ে সুপরিচিত এবং মহান একটি কাজ। আমরা চেষ্টা করবো এরূপ পোগ্রাম প্রতিবছর করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রক্তদানের উৎসাহ তৈরি করার”।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদাতাদের জন্য বিনামূল্যে ৬টি স্ক্রিনিং রিপোর্টের ব্যবস্থা করা হয়। এছাড়া, রক্তদাতাদেরকে ‘রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম’ এর পক্ষ থেকে একটি অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানানো হয়।
সমগ্র বিষয় নিয়ে ‘রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম’ এর সভাপতি ফরহাদ হোসেনের সাথে কথা বললে তিনি জানান- “আমাদের কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের এই পোগ্রামে অংশ গ্রহণ করেছে। আমরা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে যথাসাধ্য চেষ্টা করছে শিক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয়। রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম সবসময় মানুষের পাশে ছিল এবং আমরা ঠিক এভাবেই সবসময় সহোযোগিতা মূলক কাজ করে যেতে চাই”।
রক্তদানের মতন এমন মহান কার্যক্রমের জন্য শিক্ষার্থীরাও বেশ আনন্দিত রক্ত বিএসএমএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্মের প্রতি। এরূপ আয়োজিত নিয়মিত আরো হোক সকলের একই চাওয়া।
এসএস/
মন্তব্য করুন