ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারের ভূমিকা: বাংলাদেশে খাসিয়া সম্প্রদায়ের ঘটনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিলো ‘আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারের ভূমিকা: বাংলাদেশে খাসিয়া সম্প্রদায়ের ঘটনা’। গবেষণাটির সুপারভাইজার ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।
সেমিনার আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম তোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। গবেষণা বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড.হাসিবুল আলম প্রধান। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন ও অধ্যাপক ড. আব্দুল করিম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগে সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের গবেষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর প্রথাগত ভূমির অধিকার থেকে তারা প্রায়শই বঞ্চিত হচ্ছে। নানাভাবে তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক আইনসহ বাংলাদেশের আইনের সাথে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, সাহিদ আখতার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ‘ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। তিনি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসএস/
মন্তব্য করুন