এডুকেশন টাইমস
১৭ নভেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে ‘বন্ধু’র ৯ম বর্ষপূর্তি উদযাপন

কুবি প্রতিনিধি : কেক কাটা, র‍্যালি সহ নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সেই সাথে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে ব্লাডগ্রুপ টেস্ট, জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

রবিবার (১৭ নভেম্বর) র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করে সংগঠনটি। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নানা সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, রক্তদাতা সম্মাননা এবং অন্যান্য প্রতিযোগিতার সম্মাননা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এছাড়া সংগঠনের অর্থ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোঃ ওসনান গনীর সভাপতিত্বে ‘স্বাস্থ্য কথা’ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘একটা সময় বাংলাদেশে রক্ত সংগ্রহের জন্য বিভিন্নভাবে ডোনার সংগ্রহ করা হতো, যারা পেশাদারিত্বের মাধ্যমে রক্ত কেনা-বেচা করত। তাদের অধিকাংশই ছিল নেশাগ্রস্থ, যারা নেশার জন্য এই কাজটা করত। সন্ধানী বাংলাদেশে প্রথম মানবিক অনুভূতি নিয়ে ছাত্রদের মাধ্যমে কাজ করা শুরু করল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন কাজ শুরু করে। পরবর্তীতে সারা দেশে ক্যাম্পাসগুলোতে রক্ত নিয়ে কাজ করা শুরু করেছে। যার ফলশ্রুতিতে এখন রক্তের যে চাহিদা তার অধিকাংশই মানবিক জাগ্রত অনুভূতি থেকে আসছে।’

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, ‘রক্ত দিলে মানুষের দেহের কোন ক্ষতি হয় না। প্রতি তিন মাস পর পর রক্ত দেওয়া যায়। শরীর তিন মাস পরে ন্যাচারালি ম্যানেজ করে নেয়। রক্ত দান ভয়ের কিছু না। রক্ত দানে বরং অনেক চর্মরোগ থেকে বাঁচা যায়। আমি চাই তোমরা মানুষের এই উপকারি মানসিকতায় থাকবা। তোমরা একটা মহৎ সংগঠনে যুক্ত হয়েছো। আল্লাহ তায়ালা তোমাদের কবুল করুক।’

‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের’ সভাপতি ওসমান গনী বলেন, ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানুষের সেবায় বিনামূল্যে কাজ করে যাচ্ছে এবং রক্ত ম্যানেজ করে দিচ্ছে। তাই সবাইকে আহ্বান করবো নিজে রক্ত দিন এবং অন্যকে রক্ত দিতে সহযোগিতা করুন।’

এরপর সংগঠনটির নিয়মিত আয়োজন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতা ও সদস্য সংগ্রহ ও জরায়ুমুখী ক্যান্সারের টিকাদান কর্মসূচি শুরু হয়। ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

সংগঠনটির আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয় প্রধান ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব এবং সংগঠনের মডারেটর সাইদুল আল-আমিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮ জন ঢামেকে

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

জাবিতে প্রাণরসায়ন ছাত্র সংসদের ভিপি বনি আমিন, জিএস ইমন

শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পুরান ঢাকা

ববি শিক্ষার্থী রবিনের ‘ষোল আনা’

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

১০

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

১১

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

১২

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

১৩

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১৫

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৬

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

১৭

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

১৮

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

২০