এডুকেশন টাইমস
২১ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “স্বাধীন বাংলা” বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) আয়োজনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের “স্বাধীন বাংলা” বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম পলাশ, এমআউএস বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম ভূঁইয়া, বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল এবং কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশরাউল হক । এ ছাড়াও ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

বির্তক প্রতিযোগীতায় চূড়ান্ত পর্বে আন্তঃবিভাগের ফাইনালে জয় লাভ করেন লোকপ্রশাসন বিভাগ এবং রানারআপ হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। আন্তঃকলেজ প্রতিযোগিতায় RCCI পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে রংপুর সরকারি কলেজ ।

আন্তঃস্কুল প্রতিযোগিতায়, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হারিয়ল চ্যাম্পিয়ন হয়েছেনরংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে বিজয়ী দল ও রানারআপ দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার এবং সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেন উপস্থিত অতিথিরা। বিজয়ী দলের জন্য বিশেষ ট্রফি এবং সার্টিফিকেটের পাশাপাশি অংশগ্রহণকারী দলের জন্যও সার্টিফিকেট প্রদান করা হয়।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। উত্তরবঙ্গের বাতিঘর এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে এই বিতর্ক সংগঠনের আয়োজন। এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এর জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। বিআরইউডিএফ-এর জন্য রইল আন্তরিক শুভকামনা।”

বিআরইউডিএফ-এর বিদায়ী সভাপতি ইসরাত জাহান টুম্পা বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত স্কুল কলেজসহ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বিআরইউডিএফ এর এরকম আয়োজন অব্যাহত থাকবে। নতুন কমিটির হাত ধরে এগিয়ে যাবে বিআরইউডিএফ। এই ক্লাবের সাথে দীর্ঘ ৫ বছরের পথচলা আমার।আজ সাবেক হওয়ার মুহুর্তে আমার জন্য স্বস্তির বিষয় এটাই যে খুবই এক্টিভ একটি কমিটির হাতে বিআরইউডিএফ এর দ্বায়িত্ব হস্তান্তর করে দিচ্ছি।নতুন কমিটির জন্য শুভকামনা”

“স্বাধীন বাংলা” বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন অংশগ্রহণকারী ও অতিথিরা। বিজয়ী দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানানো হয়।

 

আরএন/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কবে জানালেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত

সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেফতার

মহাখালীতে ধাওয়া দিয়ে অটোরিকশাচালকদের অবরোধ ভেঙে দিলো সেনাবাহিনী

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু, ক্ষতিপূরণ ১০ হাজার টাকা!

রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান, তীব্র যানজট

বেরোবির বিতর্ক সংগঠন বিআরইউডিএফ’র নেতৃত্বে রিশাদ- ঊষা

ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চান জেড আই খান পান্না

ঢাবির জাপানিজ স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি চলছে

যে কারণে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়

বিশ্ববিদ্যালয় দিবসে ইবিকে রঙ-তুলির ছোয়াঁয় সাজাচ্ছে বুনন

১০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “স্বাধীন বাংলা” বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

১১

গুগল ড্রাইভে মুছে ফেলা ফাইল উদ্ধারের পদ্ধতি 

১২

শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেননি ট্রাম্প: এএফপি

১৩

কারিগরি সমস্যার কারণে বাড়ল ঢাবিতে আবেদনের সময় 

১৪

হাঙ্গেরিতে স্কলারশিপে অধ্যায়নের সুযোগ

১৫

নৌবাহিনীতে ৮৮ পদে নিয়োগ

১৬

মুজিব বর্ষ উদযাপনে চলতি অর্থবছরের বরাদ্দ বাজেট বাতিল

১৭

রুয়েটে ভর্তি পরীক্ষা যেদিন

১৮

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৯

জবিতে ফুটবল খেলায় মারামারিসহ সাংবাদিকের ওপর হামলায় তদন্ত কমিটি

২০