এডুকেশন টাইমস
২১ নভেম্বর ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঐ যুবককে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলের পেছনের রাস্তা থেকে শিক্ষার্থীরা আটক করেন। ঐ যুবকের নাম মেহেদী হাসান (৩৫), তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে রাজাপুরের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলে রঙের কাজ করেন বলে জানা গেছে।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ অলিভ বলেন, ‘বিকেল পাঁচটার দিকে আমার এক জুনিয়র ফোন দিয়ে বলে যে, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নতুন হলের পেছনের দেয়াল দিয়ে বাইরে লোহার মত কিছু ফেলা হচ্ছে। তখন আমি আমার দুইজন জুনিয়র নিয়ে এসে দেখি একজন যুবক কতগুলো লোহার পাইপ নিচ্ছেন, যেগুলো ভেতর থেকে ফেলে রেখেছে। পরে আমি এবং আমার জুনিয়রা এসে ঐ যুবককে আটক করি এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড় ভাইকে ফোন দেই। এরপর বড় ভাইরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দেন।’

তবে আটককৃত যুবক মেহেদী হাসান চুরির বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, বিকেল চারটার দিকে ভেতর থেকে কন্সট্রাকশনের দুইটা ছেলে কিছু লোহার পাইপ বাইরে ফেলেন। ওরা তাকে ঐ পাইপগুলো নেওয়ার জন্য বলেছে। সে যখন পাইপগুলো নিতে আসে তখনই ছাত্ররা এসে তাকে ধরে ফেলে।

মেহেদী হাসান বলেন, ‘আমি এই ঘটনার সাথে জড়িত না। কন্সট্রাকশনের দুইটা ছেলে যাদের একজনের নাম তামিম, তারা এই চুরির সাথে জড়িত। তামিম লোহার পাইপগুলো আমাকে দিয়ে আমার কাছ থেকে পাঁচশ টাকা নিয়েছে। আমি নির্দোষ কিন্তু আমাকে এখানে ফাঁসানো হচ্ছে।’

এরপর শিক্ষার্থীরা কন্সট্রাকশনের তামিমকে (২০) খুঁজে বের করেন। কিন্তু তামিম চুরির ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি উনার কাছ থেকে কোন টাকা নিই নাই, উনি মিথ্যা বলছেন। আমি চুরির সাথে জড়িত না।’

এ ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ আসে। শিক্ষার্থীরা অভিযুক্ত মেহেদী হাসানকে পুলিশের হাতে তুলে দেন। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী হাসানের সাথে কন্সট্রাকশনের তামিম এবং আরেকজনকে থানায় নিয়ে যান। পুলিশের এসআই জাহাঙ্গীর খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চোর ধরার খবর দেওয়ার পরই আমরা এখানে ছুটে আসি। আমরা তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদ করে চুরির সাথে কারা জড়িত সেটা আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো। আর যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘খবর পাওয়ার পর প্রক্টরিয়াল বডি সহ ঘটনাস্থলে আসি। পুলিশকে জানালে তারা এসে অভিযুক্তকে আটক করেন। এখন পুলিশই বিষয়টা দেখবেন। আমরা অভ্যন্তরে আমাদের নিরাপত্তা কর্মীদের নিয়ে বসবো। এখানে চুরির সাথে জড়িত একটা চক্রের কথা শুনেছি। আমরা ঐ চক্রটিকে খুঁজে বের করতে চেষ্টা করবো।’

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

১১

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১২

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

১৩

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

১৪

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৫

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৬

গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি

১৭

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

১৮

ছাত্রলীগ: মিছিল ৭ মিনিটের, আটক ৫

১৯

৩৭ বছর পর কমার্স কলেজে প্রকাশ্যে শিবির, আয়োজন করল নবীণবরণ

২০