ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ঈসা সাহেদী।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র্যালিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাধারণ অধ্যাপক ড. ঈসা সাহেদী। বিশেষ অতিথি ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল হাদীস বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন, অধ্যাপক ড.শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মঈনুল হক, আল কুরআন বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. জাকির হোসেন, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় তালাবা মোস্তফা তারেকুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান এবং অধ্যাপক এরশাদ উল্লাহ ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ঈসা সাহেদী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে। সেই আন্দোলনে ছাত্র সংগঠন হিসেবে জমিয়তে তালাবায়ে আরাবিয়া অংশগ্রহণ করেছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত হলেও সেটা উপেক্ষিত। বর্তমানে ইসলামী শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা হুমকির মুখে। তাই ইসলামী শিক্ষার বিস্তারে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশ্বিবদ্যালয়ের প্রতিটি বিভাগে ইসলামী শিক্ষা চালু করতে হবে।
এসআই/
মন্তব্য করুন