এডুকেশন টাইমস
২৪ নভেম্বর ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পানির ট্যাপ চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসাররা। পরে ওই চোরকে সাথে নিয়ে তার দেয়া তথ্য মতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার থেকে আরও একজন চোরকে আটক করেন তারা। পরে তাদেরকে ইবি থানায় সোর্পদ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৪ নভেম্বর) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেম মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াশরুমের ট্যাপ চুরিরত অবস্থায় একজনকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় সিকিউরিটি অফিসাররা।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার সদরের কমলারপুরের গিয়াস আলীর ছেলে হায়দার আলী (২৭)। অন্যজন হলেন কুষ্টিয়ায়ার চৌড়হাসের আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব (২৫)।

জানা যায়, সোমবার বেলা একটার দিকে চোর হায়দার আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের পানির ট্যাপ খুলছিল। সেসময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাকে দেখে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। তার সাথে থাকা ব্যাগে একটি পানির ট্যাপ পাওয়া যায়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী ও সাংবাদিকদের সহযোগিতায় শেখপাড়া বাজারে অবস্থানরত চোরের সহকারীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে নিরাপত্তা কর্মকর্তারা। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পুলিশে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, টিএসসিসির ট্যাপ ও ফিটিংস চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত চোর হায়দার আলী জিঙ্গাসাবাদে এর আগে চুরির ঘটনা স্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা মামলার বিষয়ে এখন অবধি কোন সিদ্ধান্ত নেইনি। আমরা পরে থানায় গিয়ে সিদ্ধান্ত নিব।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সিকিউরিটি অফিসার মিজানুর রহমান বলেন, ‘আমরা বেলা ২ টার দিকে যেয়ে তাদেরকে হাতেনাতে ধরি। তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে সিদ্ধান্ত নেবেন। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫/২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে প্রতিনিয়ত পানির ট্যাপসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। ফলে চুরি করা অবস্থায় চোরকে হাতেনাতে ধরে ফেলেন।

 

/ইএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১০

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১১

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

১২

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

১৩

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

১৫

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৬

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

১৭

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

১৮

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৯

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

২০