জাবি প্রতিনিধি: যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি’র (আইআইটি) অ্যাপ্লাইড ইনটেলিজেন্স অ্যান্ড ইনফরমেটিক্স ল্যাবের যৌথ উদ্যোগে স্মৃতিভ্রষ্টতা বা ডাইমেনশিয়া রোগ নির্ণয়ে ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্নয় বিষয়ক এক কর্মশালা অনুষ্টিত হয়।
শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইন্সিটিউট অব নিউরো সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. দ্বীন মোহাম্মদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ৷ বিভিন্ন পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
যুক্তরাজ্যের নটিংহাম টুয়েন্টি ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা.মুফতি মাহমুদ এর সঞ্চালনায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. আব্দুল মাহিদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটি বিভাগের অধ্যাপক ড.শামীম কায়সার এবং আস্থা ফাউন্ডেশনের শিল্পী আক্তার।
কর্সশালায় ড. মুফতি মাহমুদ বলেন, এই কর্মশালাটি ডিমেনশিয়া চিকিৎসায় বহুবিষয়ক সহযোগিতা এবং উদ্ভাবনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমরা ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সমাধান ব্যবহার করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা পেশাদার এবং যত্নশীলদের ক্ষমতায়ন করার লক্ষ্য রাখি।
সেশনটি ডিমেনশিয়া টুল ডিজাইন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে ইন্টারেক্টিভ কথোপকথনকে উৎসাহিত করেছিল। অংশগ্রহণকারীরা ডিমেনশিয়া শনাক্তকরণ এবং পরিচালনার অনন্য সমস্যাগুলির উত্তর খুঁজে পেতে সহযোগিতা করেছেন।
এছাড়াও প্রাথমিক পর্যায়ে ডিমেনশিয়া নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জন্য কর্মশালায় অংশগ্রহনকারী বিশেষজ্ঞরা মতামত দেন।
এসআই/
মন্তব্য করুন