কুবি প্রতিনিধি: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
রবিবার (২১ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি জানা যায়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, ‘জাতীয় পতাকা স্বাধীন জাতিসত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। জাতি তার অনবদ্য এ অবদানকে গভীরভাবে স্মরণে রাখবে। তাঁর (শিব নারায়ণ দাস) মৃত্যুতে দেশ এবং কুমিল্লা হারালো এক বরেণ্য দেশপ্রেমিক কৃতি সন্তানকে। বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মহাপ্রয়াণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ তিনি স্বর্গবাসী হোন এই প্রার্থনা রইলো।’
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ মারা গেছেন। ৭৮ বছর বয়সী জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান।
এসআই/
মন্তব্য করুন