শাবিপ্রবি প্রতিনিধি: আগামীকাল (২৭ এপ্রিল) থেকে একযোগে সারদেশে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরিক্ষা। বিজ্ঞান ইউনিটের পরিক্ষা দিয়ে শুরু হচ্ছে এই ভর্তি যুদ্ধ। ভর্তি পরিক্ষায় শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের তীব্র দাবাদাহে বিশ্রামের ব্যবস্থা, দুর্ঘটনা এড়াতে মেডিকেল টিম ও এম্বুলেন্স ব্যবস্থা নিয়ে প্রস্তুত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্র। এছাড়া যেকোনো ধরণের জালিয়াতি প্রতিরোধে সজাগ রয়েছে প্রক্টরিয়াল বডি।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন।
তিনি বলেন, সকাল সাড়ে আটটা থেকে বিশ্রাম ও ওয়াশ রুমের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ক্যাফেটেরিয়া ও ইউনিভার্সিটি সেন্টার খোলা থাকবে। জরুরী চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া দুটি এম্বুলেন্স সব সময় প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, নাস্তার জন্য সকাল সাড়ে আটটা থেকে খোলা থাকবে ক্যাফেটেরিয়, ফুড কোর্ট, স্টাফ ক্যান্টিন ও টং দোকানগুলো। এছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য হ্যান্ডবল গ্রাউন্ডে ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাকদের যাতায়াতের সুবিধার্থে ১৩টি বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল। বাসগুলো শহরের কদমতলী, টিলাগড়, ঈদগাহ, লাক্কাতুরা, শিবগঞ্জ, নাইওরপুল, কুমারপাড়া, জেলরোড, নয়াসড়ক পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবীবাজার ও সুবিদবাজার হয়ে ক্যাম্পাসে আসবে। পরে আবার ক্যাম্পাস থেকে দুপুর দেড়টার দিকে একই পথে বাসগুলো ফিরে যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রশাসনের সব মহলের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা কমিটির সদস্যরা সজাগ দৃষ্টি রাখবে। পরীক্ষার হলে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এমন কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যাতে নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারে।
এসআই/
মন্তব্য করুন