শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুপুর ১২টায় শুরু হয় বিজ্ঞান ইউনিটের ‘এ’ (২০২৩-২৪) শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা। এ বছর বিজ্ঞান ইউনিটে শাবি কেন্দ্রে পরিক্ষা দিয়েছেন ৫ হাজার ৯১০ জন শিক্ষার্থী।
শনিবার (বেলা ১২ টায়) বিশ্ববিদ্যালয়টির ৮টি ভবনে এই ভর্তি পরিক্ষা শুরু হয় বলে নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাঈদ আরফিন খাঁন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, সোশ্যাল সায়েন্স বিল্ডিং, আইআইসিটি ও কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন মোট ৮টি ভবনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা শুরু হয়।
তিনি আরও বলেন, এদিকে সকাল সাড়ে আটটা থেকে বিশ্রাম ও ওয়াশ রুমের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ক্যাফেটেরিয়া ও ইউনিভার্সিটি সেন্টার খোলা রাখা হয়েছে। জরুরী চিকিৎসার জন্য আমাদের মেডিকেল টিম রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে আসতে শুরু করে। পরিক্ষা শুরু হওয়ার পর অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিক্ষার্থীদের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
প্রসঙ্গত, মানবিকের ইউনিট ‘বি’ এর ভর্তি পরীক্ষা হবে আগামী ৩ মে (শুক্রবার)। এবং ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিট-বাণিজ্য’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
মন্তব্য করুন