ফরহাদ হোসাইন হিমু, কুবি প্রতিনিধি: ‘আমার আত্মবিশ্বাস ছিল আমি পরীক্ষা দিতে পারব’ জানান পায়ে ফ্র্যাকচার নিয়ে মা ও চাচার কাঁধে ভর দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থী আইমান উলফাত প্রভা।
শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন প্রভা।
প্রভা বলেন, ‘পরীক্ষার আগের দিন সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আমি বুঝতে পারি আমার পা ভেঙে গেছে। বাসায় আম্মুকে বুঝতে দেইনি আমার আঘাত গুরুতর। পা ভেঙে গেছে এটা জানলে পরিবার থেকে পরীক্ষা দিতে দিতো না। আমি মানসিকভাবে আশাবাদী ছিলাম পরীক্ষা দিতে পারব। আলহামদুলিল্লাহ অসুস্থতা নিয়ে পরীক্ষা ভালো দিয়েছি। আমি আশাবাদী ভালো কিছু হবে।’
প্রভার মা জানান, ‘পরীক্ষার আগের রাতে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভেঙে যায়। এ অবস্থায় চট্টগ্রাম থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেয়া সম্ভব নয়। আমার মেয়ের ইচ্ছে সে পরীক্ষা দিবেই। মেয়েরই দৃঢ় ইচ্ছার কারণে মেয়েকে নিয়ে এসেছি।’
ভর্তিচ্ছু এই পরীক্ষার্থীর বাসা চট্টগ্রামের নিউমার্কেট এলাকায়। চট্টগ্রামের ইসলামিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়াশোনা করেন তিনি।
এসআই/
মন্তব্য করুন