ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষের (বিজ্ঞান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ইবি কেন্দ্রে ৬ হজার ৪৪২ পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ৫ হজার ৮৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলো ৫৭৯ পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯১ শতাংশ।
এ দিকে পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতরে অস্থায়ীভাবে নির্মিত অভিভাবক কর্ণারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকাণ্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরে বিভিন্ন একাডেমিক ভবনে অনুষ্ঠিত পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআই/
মন্তব্য করুন