কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ (বিজ্ঞান বিভাগ) ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিরলস সেবা দিয়েছে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। ট্রাফিক ও শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষার কেন্দ্র ও কেন্দ্র সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে সেবা প্রদান করেন রোভার স্কাউট সদস্যরা।
এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ, মুঠোফোন রাখার জন্য ফ্রি সার্ভিস দিয়েছে রোভার-স্কাউট।
কুবি বিএনসিসি ও রোভার স্কাউট হেল্প ডেস্কের থাকা বিএনসিসি প্লাটুনের সদস্য ক্যাডেট তালহা মোহাম্মদ ওমর ও রোভারমেট নুসরাত জাহান সুরভী জানান,” আমরা প্রায় আড়াই শতাধিক পরীক্ষার্থীকে বিনামূল্যে সেবা প্রদান করেছি। অত্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের সেবা কার্যক্রম শেষ হয়।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন, ” জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী এর চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেটগণ প্রতি বছরের ন্যায় এবছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ ১৩টি ভর্তি পরিক্ষার কেন্দ্রে এবং কোটবাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় পর্যন্ত বিভিন্ন ট্রাফিক পয়েন্টে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পরিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার জন্য বিএনসিসি ও রোভার এর সমন্বয়ে হেল্প ডেস্ক এর ব্যবস্থা করা হয়। ক্যাডেটগণ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে। সুশৃঙ্খলভাবে আজকে প্রথম দিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাগুলোতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।”
সিনিয়র গার্ল ইন রোভারমেন্ট নাছরিন আক্তার বলেন, ” আজকে ২৭ তারিখ গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউটসের পক্ষ হতে আমাদের মেয়ে এবং ছেলেদের গ্রুপের অনেকগুলো দল বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কাজ করেছে। তাছাড়াও ট্রাফিকে শৃঙ্খলা পর্যবেক্ষণ, ভর্তিচ্ছুদের সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর গাইডলাইন দিয়েছে। সবমিলিয়ে আমরা আজ খুব সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম শেষ করতে পেরেছি।”
এএআর/
মন্তব্য করুন