কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির লাগানো তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর অফিসের কার্যক্রম সচল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
রবিবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে প্রক্টরের নেতৃত্বে এই তালাগুলো ভাঙা হয়।
তালা ভাঙার পর উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কার্যালয়ে যাওয়ার সময় প্রশাসনিক ভবনের গেটে শিক্ষক সমিতির বাধার মুখে পড়েন। এ সময় হাতাহাতির ঘটনা ঘটলে শিক্ষক এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আঘাতপ্রাপ্ত হন। ঘটনায় আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষার পরই আমাদের যে কর্মসূচি সে অনুযায়ী যাদের অবাঞ্চিত করা হয়েছে তাদের দপ্তরে তালা দেওয়া হয়। তাদের যে পরিসেবা তাও বন্ধ করা হয়েছে। তারপরে আজ তারা প্রক্টরের নেতৃত্বে শিক্ষকদের লাঞ্চিত করে, কিল-ঘুষি মেরে কার্যালয়ে প্রবেশ করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল করার জন্য আমরা আজকে তালা ভেঙেছি। এই বিশ্ববিদ্যালয় থেকে তালা সংস্কৃতি বিদায় হোক।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি প্রথমে গত ২৫ এপ্রিল এবং পরবর্তীতে ২৭ এপ্রিল গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের অফিসে তালা লাগিয়ে দেয়।
এসআই/
মন্তব্য করুন