এডুকেশন টাইমস
২৯ এপ্রিল ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবিতে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে মারধরের শিকার ড্যাফোডিলের দুই শিক্ষার্থী

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে মারধরের শিকার হয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

রবিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন হল থেকে বোটানিকাল গার্ডেন যাওয়ার রাস্তায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রাকিবুল হাসান তার বান্ধবীসহ হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাইকেলে করে পাঞ্জাবী পরিহিত একজন এসে তাদের প্রশ্ন করে, তারা কোথায় থেকে এসেছে। উত্তরে রাকিবুল বলেন বাইরে থেকে ঘুরতে এসেছি। তারপর অভিযুক্ত ব্যক্তি আবারও প্রশ্ন করেন ‘তোর এখানে কেউ পড়ে?’ উত্তরে রাকিবুল বলেন, আমার ফ্রেন্ড পড়ে। কোন ব্যাচে পড়ে তা জানেন না। তবে বলেন প্রথম বর্ষে পড়ে। এই কথা বলার সাথে সাথে অভিযুক্ত ব্যক্তি রাকিবুলকে ৪-৫টা থাপ্পর মারেন এবং বলেন, তোদের এই রাস্তায় হাঁটার অনুমতি কে দিলো? তখন ভুক্তভোগীর বান্ধবী বলে,’ভাইয়া আমাদের দোষ কি?’ তখন অভিযুক্ত তার বান্ধবীকেও থাপ্পর মারে। পরে মীর মশাররফ হোসেন হলের অফিসের সিসি ক্যামেরাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে দুপুর ১২টা ৪২ থেকে ১২টা ৪৩ মিনিটে সাদা পাঞ্জাবী পরিহিত অবস্থায় সনাক্তকরণ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, আমি আমার বান্ধবীসহ মীর মোশারফ হোসেন থেকে বোটানিক্যাল গার্ডেন রাস্তায় হেঁটে যাচ্ছিলাম এবং প্রকৃতির ভিডিও করছিলাম। হঠাৎ পেছন থেকে সাদা পাঞ্জাবি পড়া একজন শিক্ষার্থী এসে অকারণেই আমাদের গালিগালাজ করেন এবং বলেন এ রাস্তায় তোদের হাঁটার অনুমতি কে দিছে এবং কোনো অপরাধ না করা সত্ত্বেও আমাদের চড় থাপ্পর করেন। পরে আমি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তদন্তসাপেক্ষে আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযুক্তকে এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ের তদন্তে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টরিয়াল বডির সদস্য মনির উদ্দীন শিকদার।

তিনি বলেন, অভিযুক্তকে এখনও শনাক্ত করা যায়নি। তবে আমরা সিসিটিভি-ফুটেজ হাতে পেয়েছি এবং শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করছি আজকে রাতের মধ্যেই শনাক্ত করতে পারবো।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১০

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১১

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

১২

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

১৩

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

১৫

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৬

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

১৭

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

১৮

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৯

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

২০