শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সকল ধরনের সেবাকে সহজীকরণের লক্ষ্যে উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে এ মেলার আয়োজন করেন বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কমিটির ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন বিভাগ। মেলায় শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের মোট ৩০টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী করা হয়।
উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া প্রজেক্টেগুলো হলো গণিত বিভাগের শিক্ষার্থীদের ‘প্রিতিলতা’, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ‘পালসজেন’, রিলিফাই (এআই টেক্সট টু ভিডিও প্লাটফর্ম), সিটি কর্পোরেশন ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড রিসাইকেল সিস্টেম অটোমেশন, স্মার্ট এসিসটেন্ট, গ্রিন মাইন্ড অ্যাপ, ইন্টারভিউ মেইট এআই, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অটোনোমাস আন্ডারওয়াটার বিহিকল, এন ইন্টারভিউ ডিসপ্লে বোর্ড কর্ন্ট্রোল্ড বাই মোবাইল অ্যাপ, সিএসই বিভাগের শিক্ষার্থীদের অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম ফর অল পোস্ট অব সাস্ট, ইন্ডেলিএসিস্ট, সাস্ট ইনোভেশন, সাস্ট ইন্টেনসিভ ইনোভেশন, সেস্কুয়াল হেরেসমেন্ট প্রিভেন্টশন এন্ড প্রটেকশন সেল-সাস্ট, স্পোর্টস হাভ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের রোবট ক্রাইটন: অটোনোমাস মোবাইল মেনিপুলেটর, ইন্ডাসট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাস্ট অটোড্রাইভ, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাইয়োমেট্রিক ক্লাস এটেন্ডডেন্স ডিভাইস।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোর উদ্ভাবনী প্রজেক্টের মধ্যে রয়েছে আইসিটি সেলের সার্ভিস অটোমেশন সিস্টেম, সাপোর্ট টিকেটিং সিস্টেম, সাস্ট ই-পেমেন্ট সিস্টেম, কেন্দ্রীয় গ্রন্থাগারের স্বয়ংক্রিয় ইন্ডিগ্রেন্ট লাইব্রেরি সিস্টেম, আইকিউএসই’র সাস্ট অনল্ইান টিচিং সিস্টেম, কন্ট্রোলার অফিসের অনলাইন রেজাল্ট প্রসেসিং সিস্টেম (ওআরপিএস), পরিবহণ দপ্তরের সাস্ট ট্রান্সপোর্ট ট্রেসিং সিস্টেম, রেজিস্ট্রার অফিসের স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এসআইএমএস)।
সার্বিক বিষয়ে এপিএ’র উদ্ভাবনী ফোকাল পয়েন্ট এস এম আমিন আল মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয়কে সেবা দেওয়ার মত ৩০টি উদ্ভাবনী প্রজেক্ট মেলায় প্রদর্শনী করা হয়। এর মধ্যে বাছাইকৃত ১০টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়েছে।
প্রজেক্টগুলোর মূল্যায়ন করে পুরস্কারের জন্য বাছাই করার কমিটির দায়িত্বে ছিলেন শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপাচার্য বলেন, ‘সবগুলো প্রজেক্টই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাকে সহজীকরণে কাজে লাগবে। বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে এসব প্রজেক্টগুলোর যদি সংযোগ করা যায় তাহলে সকলেই এসব সেবা সহজেই ব্যবহারের সুযোগের আওতায় আসবে।’
তিনি আরো বলেন, ‘উদ্ভাবনীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় আন্তরিক। শিক্ষক-শিক্ষার্থীরা এ সেক্টরে কাজ করতে চায় আমরা সবসময় সহযোগিতা করব।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফজলুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও দপ্তরের কর্মকর্তারা।
এসআই/
মন্তব্য করুন