কুবি প্রতিনিধি : দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভিত্তিক ‘বি ইউনিটের ভর্তি পরীক্ষায় নানা সহায়তা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শুক্রবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মূল ফটকের আশেপাশে বিভিন্ন সেবা দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় মূল ফটকের দুইপাশে কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে বুথ স্থাপন করেছেন। এছাড়াও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের প্রাথমিক চিকিৎসার জন্য ফাস্ট এইডের ব্যবস্থা, ভুল করে কোন পরীক্ষার্থী অন্যকেন্দ্রে চলে গেলে দ্রুত সময়ে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌছে দিতে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে শিক্ষার্থী সহায়তা বুথ স্থাপন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ (বই, শীট, মোবাইল,মানিব্যাগ) সংরক্ষণের ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্ণার, সুপেয় পানির ব্যবস্থা করেন।
শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী সাবেক সাংগঠনিক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ভর্তি পরীক্ষার উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মোবাইল মানিব্যাগ, ঘড়ি ইত্যাদি বিনামূল্যে নিরাপত্তা দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের পানি, স্যালাইন দেওয়া হয়েছে। তাছাড়া জয় বাংলা বাইক সার্ভিস, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচিও করেছি। আগামী পরিক্ষাতেও (বাণিজ্য ইউনিট) আমাদের এইসব কর্মসূচি অব্যাহত থাকবে।
এএকে /
মন্তব্য করুন