কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল নিয়ে উপাচার্যের উস্কানিমূলক ও মানহানিকর মন্তব্য করায় উপাচার্যকে ক্ষমা চাইতে হবে। কুবির পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা রবিবার (০৫ মে) রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠায়। সেই চিঠিতে তারা এমন দাবি করেছে।
পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীদের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা করা হয়। আবাসিক হল বন্ধের কারণ হিসবে উল্লেখ করেন যে, ‘আবাসিক হল গুলোতে প্রচুর অস্ত্র ঢুকতেছে এবং শিক্ষার্থীদেরকে টাকা দেয়া হচ্ছে।’ আবাসিক হলের শিক্ষার্থীরা এতে বিস্মিত ও হতভম্ব হয়ে পড়ে। উপাচার্যের এই দাবি আবাসিক শিক্ষার্থীদের জন্য সামাজিকভাবে অপমানজনক। আবাসিক হলের প্রাধ্যক্ষগণও এধরণের মন্তব্যকে অনৈতিক বলে মনে করেন। হল সমূহে অস্ত্র কিংবা টাকা ঢুকছে না। এধরণের মন্তব্যের কারণে সারাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ব্যাপারে প্রাধ্যক্ষগণও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে ক্ষমা চাইতে হবে এবং ৯৩তম সিন্ডিকেটের দাবি প্রত্যাহার করতে হবে। দ্রুতই প্রজ্ঞাপণ জারি করে আবাসিক হলগুলো খুলে শিক্ষার পরিবেশ ও মান সমুন্নত করতে হবে।
এসআই/
মন্তব্য করুন