শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহ পরাণ হলের নতুন প্রভোস্ট হিসেবে আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
রবিবার (৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মিজানুর রহমানের আবেদনের প্রেক্ষিতে তাঁকে হল প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহ পরাণ হল প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালনে তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব পেয়ে কৌশিক সাহা বলেন, আমি গত প্রায় ৭ বছর ধরে এই হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন নতুন ভাবে দায়িত্ব পেয়েছি। এখন হলের যে উন্নয়নমূলক কাজগুলো চলছে তা সময়মতো শেষ করা। এছাড়া শাহ পরাণ হল যেহেতু একটি পুরাতন হল এটার অনেক স্ট্র্রাকচারগত অনেক সমস্যা আছে। মাস্টাপ্লানের মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করবো।
তিনি আরো বলেন, আমার মূল উদ্দেশ্য হলো শাহ পরাণ হলের শিক্ষার্থীরা যেন সকল ধরণের সুযোগ সুবিধা নিয়ে ভালো একটি আবাসিক পরিবেশে থাকতে পারে। আমি চাই ভবিষ্যতে শাহপরাণ হলকে একটি মডেল হিসেবে স্থাপন করতে।
এসআই/
মন্তব্য করুন