জাবি প্রতিনিধি: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের ১০ শিক্ষার্থীকে ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন’র পক্ষ থেকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এক অনুষ্ঠানে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- প্রকৃতি বিশ্বাস (স্নাতকোত্তর ২০১৭), মো: মিহির আমিন ( স্নাতক ২০১৭), খন্দকার ফাহাদ মিয়া (স্নাতকোত্তর ২০১৮), সাথী খান (স্নাতক ২০১৮), রুবিনা বেগম তানজিলা (স্নাতকোত্তর ২০১৯), মোছা: মরিয়াম সুলতানা (স্নাতক ২০১৯), মো: নাসির উদ্দিন সোহাগ (স্নাতক ২০২০), মোছা: মরিয়াম সুলতানা (স্নাতকোত্তর ২০২০), মোছা: হালিমাতুজ সাদিয়া (স্নাতকোত্তর ২০২১) এবং বিটু জয়ধর (স্নাতক ২০২১)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
এ সময় তিনি বলেন, ‘যে-সকল শিক্ষার্থী ভালো ফলাফলের মাধ্যমে এই পদক অর্জন করেছে, এটা তাদের এবং বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মজীবনের সফলতা কামনা করছি।’
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. জেসমীন আখতার।
এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসআই/
মন্তব্য করুন