জাবি প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়া তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’ স্লোগান দিতে থাকেন।
পদযাত্রা শেষে সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির অন্যতম বিষয় ছিল ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হোক। তার প্রেক্ষিতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। ফিলিস্তিনের মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার চালানো হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা শিশু, নারী-পুরুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তেমনি বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা ইসরায়েলের এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অতি দ্রুত ফিলিস্তিনের স্বাধীনতা চাই।’
এর আগে, গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারা দেশে একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশের ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
আরএন/
মন্তব্য করুন