রাবিপ্রবি সংবাদদাতা: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছ ভিত্তিক বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাবিপ্রবিসহ তিনটি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও দুটি উপকেন্দ্রে ‘সি’ ইউনিটের সর্বমোট ৩ হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে যান রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। কেন্দ্রপরিদর্শনকালে তিনি পরীক্ষার চমৎকার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন,পাশাপাশি সকলের সহযোগিতা জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ৮ হাজার ৫৮২ জন এবং ৩ মে ‘বি’ ইউনিটের ৩ হাজার ২০৪ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়েছিলেন।
এসআই/
মন্তব্য করুন